
Spread the love
বিগত ২৯ জুন ২০২১ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলাস্থ কালানাল সাধনাবোধি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রবীন সাংঘিক সদস্য ভদন্ত বীরানন্দ মহাথেরো মহোদয় নিজ বিহারে বিকাল ৪.২৬ মিনিটে অন্তিম শয্যায় শায়িত হন।
ভদন্ত বীরানন্দ মহোদয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ (পাভিসবা) এর পানছড়ি উপজেলা শাখার সংঘ প্রধান ছিলেন। এবং বিনয়াচার্য ভদন্ত বোধিপাল মহাথের মহোদয়ের শিষ্যসংঘের বয়োজ্যেষ্ঠ হিসেবে দ্বিতীয় শিষ্য ছিলেন। মহাপ্রয়াণ আগ পর্যন্ত তাঁর ভিক্ষু বর্ষা ছিল ৩৬।
তাঁর মহাপ্রয়াণে পাভিসবা একজন প্রবীণ সাংঘিক ব্যক্তিত্বকে হাঁরিয়ে অপূরণীয় ক্ষতিসাধন হল। প্রয়াত বীরানন্দ মহোদয়ের নৈবার্নিক সুখ কামনায় সংঘের পক্ষ থেকে পুণ্যদানসহ অন্তিম শোকাঞ্জলি নিবেদন করছি।