
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর “অধিকরণ বোর্ড এর প্রধান ও কেন্দ্রিয় কমিটির সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য এবং মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথালয়ের সম্মনিত পরিচালক ভদন্ত সুমনা মহাথের মহোদয়কে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দিঘীনালা উপজেলা শাখার পক্ষ থেকে একটি গাড়ি ক্রয় বাবদ নগদ ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা আর্থিক শ্রদ্ধাদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাজোতি মহাথের, ভদন্ত সুমনানন্দ মহাথের, চন্দ্রকীর্তি মহাথের ও ভদন্ত অরিমানন্দ থের মহোদয়।
বৈশ্বিক কোভিড -১৯ পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামেও এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই পরিস্থিতি বিবেচনা পূর্বক পাভিসবা’র জন্য অক্সিজেন সিলিন্ডার প্রয়োজনের তাগিদ দেয়া হয়। গেল ৭ আগষ্ট ২০২১ তারিখে মহান ভিক্ষু সংঘের বর্ষাব্রত ১ম উপোসথ দিনে দিঘিনালাস্থ কামাকুছড়া ধর্ম্মাংকুর ধলাইমা-বৌদ্ধ বিহারে সম্পাদন করা হয়। সেখানে উপস্থিত সংঘের মধ্যে ২টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের ব্যাপারে প্রস্তাবনা এনে সকলের সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। উক্ত সিলিন্ডার দুটো ১৩ আগস্ট ২০২১ তারিখে ক্রয় করা হয়। উল্লেখ্য যে, ভিক্ষুসংঘ ছাড়াও অক্সিজেন সিলিন্ডার দুটি সাধারণ গৃহীদের জন্যও ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে, সেক্ষেত্রে কিছু শর্ত থাকবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।