মহামান্য ৩য় সংঘরাজ পূজ্যস্পাদ ভদন্ত অভয়তিষ্য মহাথের মহোদয় মহাপ্রয়াণে; তাঁরই আসনে ৪র্থ সংঘরাজ হিসেবে স্থলাভিষিক্ত হলেন বর্তমান উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ভদন্ত তিলোকানন্দ মহাথের মহোদয়। উপসংঘরাজ আসনে স্থলাভিষিক্ত হলেন পাভিসবা’র বর্তমান প্রধান উপদেষ্টা পূজ্যস্পাদ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর,২০১৯ তারিখে শত ভিক্ষু ও বৌদ্ধদের উপস্থিতিতে সংঘরাজ ভদন্ত অভয়তিষ্য মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া-২০১৯ অনুষ্ঠানে দু’জন সাংঘিক ব্যক্তিত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পাভিসবার সভাপতি পরম শ্রদ্ধেয় ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের মহোদয়।
আগামী ২৭ ডিসেম্বর, শুক্রবার, ২০১৯ খ্রি: তারিখে শতাধিক বৌদ্ধ ভিক্ষুর সম্মিলনে আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটিস্থ বহু ঐতিহ্যবাহী আনন্দ বিহারে সংঘরাজ ও উপসংঘরাজ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সাথে পাভিসবার দ্বি-বার্ষিক সম্মেলনও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভিক্ষুসংঘ ও উপাসক-উপাসিকা সংঘ উভয় সংঘের উপস্থিতি একান্ত কাম্য।
অভিনন্দন ও শ্রদ্ধাঞ্জলী।
“ভবতু সব্বমঙ্গলম”