১ নভেম্বর, ২০১৯(২৫৬৩ বুদ্ধাব্দ) তারিখে চট্টগ্রামস্থ বন্দর নগরী হিল চাদিগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালপর্বে ভোর ০৫.৩০ মি: বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্টপরিস্কারদান, ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু অমিষ কান্তি দেওয়ান, উপদেষ্টা, হিল চাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। হিল চাদিগাং সংস্কৃতি শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু প্রিয় দর্শন তালুকদার, সভাপতি, হিল চাদিগাং বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি (হিল চাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি)। এই পর্বে সভাপতিত্ব করেন ভদন্ত সাধনাজ্যোতি মহাথের মহোদয়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হিল চাদিগাং বৌদ্ধ বিহার, বন্দর, চট্টগ্রাম। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় শ্রীমৎ করুণাবর্দ্ধন মহাস্থবির, অধ্যক্ষ তক্ষশীলা বনবিহার, নানিয়াচর, রাঙামাটি, ভদন্ত বিজয়ানন্দ মহাথের মহোদয়, অধ্যক্ষ, বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহার, আগ্রাবাদ চট্টগ্রাম। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দ্বীপবংশ ভিক্ষু, আবাসিক ভিক্ষু, মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, ঢাকা, ভদন্ত জিনিতা স্থবির, অধ্যক্ষ, জনবল বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
বিকালপর্বে মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত সুমনাজ্যোতি ভিক্ষু, নব উপসম্পদা প্রাপ্ত আবাসিক ভিক্ষু, হিল চাদিগাং বৌদ্ধ বিহার। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ধর্মদেশক বৃন্দের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ। পঞ্চশীল প্রার্থনায় অংশগ্রহণ করেন বাবু প্রীতিময় চাকমা, উপদেষ্টা, হিল চাদিগাং বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। স্বাগত ভাষণ প্রদান করেন বাবু সুবিমল চাকমা, আহ্বায়ক, কঠিন চীবর দান উদযাপনী পরিষদ-২০১৯। বিকালপর্বে সভাপতিত্ব করেন ভদন্ত সাধনাজ্যোতি মহাথের মহোদয়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হিল চাদিগাং বৌদ্ধ বিহার, বন্দর, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য, জনাব এম, এ, লতিফ এম পি, পক্ষে প্রতিনিধি ছিলেন মিসেস রানী চাকমা। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ড. জিনবোধি মহাথের, অধ্যাপক, পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপাধ্যক্ষ, চট্টগ্রাম বৌদ্ধ বিহার। বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সুমনাজ্যোতি মহাস্থবির, অধ্যক্ষ, ঘিলাছড়ি পঞ্চকল্যাণ বৌদ্ধ বিহার, কাউখালী, রাঙ্গামাটি, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের মহোদয়, অধ্যক্ষ, দশবল রাজ বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ভদন্ত বিজয়ানন্দ মহাথের মহোদয়, অধ্যক্ষ, বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহার, আগ্রবাদ চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর নরুল হুদা, অফিসার ইনচার্জ, সিইপিজেড থানা, চট্টগ্রাম, জনাব গোলাম মোঃ চৌধুরী, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, জনাব জিয়াউল হক সুমন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, জনদরদী জনাব আলহাজ জাহিদ হোসেন, চেয়ারম্যান, হালিশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, বন্দর, চট্টগ্রাম, জনাব নরুল আলম, সাবেক ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, মিসেস নিপা বড়ুয়া, প্রধান শিক্ষক, দক্ষিণ হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম, জনাব আলহাজ্ব মো শাহজাদা, ম্যানেজিং ডাইরেক্টর অব হোটেল শাহজাহান, চট্টগ্রাম, লায়ন এম সরওয়ার খসরু, রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন ক্লাব ইনটারন্যাশনাল, চট্টগ্রাম। বিকাল ৫.৩০ মিনিটে যাবতীয় দানাদি উৎসর্গ শেষে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির আহ্বায়ক দায়িত্বে ছিলেন বাবু সুবিমল চাকমা, উপস্থাপনায় ছিলেন মিসেস অভিধা চাকমা। ফুদেবং বুদ্ধ ধর্মছদক, মৈত্রী আলো ঐক্য পরিষদ, সংজোয়ার ধর্মছদক ফান্ড, দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ, আরসি ইংলিশ কেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও অত্র এলাকার বৌদ্ধ জনসাধারণ যারা কায়িক, মানসিক ও আর্থিকভাবে সহযোগীতা সহ পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
তথ্যসূত্র: হিল চাদিগাঙ ডটকম
Please follow and like us: